সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি গ্রামে চার বছরের শিশু ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শুক্রবার বিকেল ৫টায় র্যাব-৬ এর অধীন ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন নিজ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জানান, গত সোমবার বিকেলে শ্যামনগর উপজেলার চার বছরের এক শিশুকে কতবেল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাথরুমে নিয়ে যায় স্থানীয় যুবক আল আমিন। সেখানেই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠে আল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির দাদি শ্যামনগর থানায় মামলা করে। র্যাব এ ঘটনায় আল-আমিনকে গতকাল শুক্রবার সকালে খুলনার সোনাডাঙ্গা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
অভিযুক্ত যুবককে সাতক্ষীরা শ্যামনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।