গাইবান্ধার ফুলছড়িতে মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার উদাখালী ইউনিয়নের আরিফ আফজালুর রাব্বি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় চত্বরে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
জান্নাতুল ফেরদৌসীর সভাপতিত্বে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেকজান বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুদমিলা পারভিন ছন্দা।
বক্তব্য দেন, জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাসরিন সুলতানা ও মাহফুজা বেগম পপি, সাধারণ সম্পাদক মাহমুদা পারুল বেগম, সহসাধারণ সম্পাদক মিনু রানী মহন্ত ও শিরিন আরা শেফা, সাংগঠনিক সম্পাদক ফাহমুদা বেগম ইলু, দপ্তর সম্পাদক রেবেকা সুলতানা, উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জীবন প্রমুখ।