কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় ৩ নেতাকে সাময়িক বরখাস্তের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
গতকাল রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা এ তথ্য নিশ্চিত করেছেন।
ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. রফিকুল আলম চুনু ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানার স্বাক্ষরিত বরখাস্তের জন্য সুপারিশপত্র জেলা কমিটির নিকট পাঠানো হয়েছে।
বহিষ্কারের সুপারিশ পত্রে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জুনিয়াদহ ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (আনারস) হাসানুজ্জামান হাসান, উপজেলার ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (আনারস) মো. শামসুল হক, ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও চাঁদগ্রাম ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল) মজিবুল হক মুকুলকে স্থায়ীভাবে বহিষ্কারের বাস্তবায়নের জন্য জেলা কমিটিকে সুপারিশসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা বলেন, দলের নিয়ম ভঙ্গের কারণে তাঁদের বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকার বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থীর সঙ্গে নির্বাচনে অংশ নেওয়া যাবে না। যদি কেউ যায় তাঁদের কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান জানান, ‘ভেড়ামারা উপজেলা থেকে বরখাস্ত বিষয়ে সুপারিশ সম্বলিত চিঠিটি হাতে পেয়েছি। চিঠিটি কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’