পাইকগাছার এক সময়ের মাঠ কাঁপানো কৃতি ফুটবলার আ. ছালাম কেরু ইউপি সদস্য থেকে এবার বিপুল ভোটে গড়ইখালীর ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কেরু গড়ইখালী গ্রামের প্রয়াত ফয়জুল্লাহ গাজীর ছেলে। তিনি বলেন, আমি ইউনিয়নবাসীর কাছে চেয়ারম্যান হিসাবে থাকতে চাই না। একজন সেবক হিসাবে সুখে-দুঃখের সাথি হয়ে মানুষের পাশে থাকতে চাই।
গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর গত কয়েক’দিনে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ভোটারদের ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। গত রোববার সন্ধ্যায় আমিরপুরের রায় বাড়িতে মতবিনিময়কালে উপস্থিতি ছিলেন শিক্ষক অমল কৃষ্ণ রায়, হাফিজুর রহমান, প্রবীর কান্তি রায়, প্রমদ রায়, দীপঙ্কর সরকার, ইউপি সদস্য আব্বাস আলী মোল্লা, শিক্ষক লক্ষ্মীকান্ত সানা, কিশোর রায়, অরুময় রায়, কিশোর রায়, অজয় রায়, আলহাজ্ব আয়ুব আলী, আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সভায় আঃ ছালাম কেরু আরও বলেন, বিগত দিনে আমি যেভাবে আপনাদের পাশে ছিলাম, ঠিক সেই ভাবে সুখ-দুঃখে গড়ইখালীর মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সাফল্য তুলে ধরে কেরু বলেন, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডসহ সরকারি বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করা হবে।