হোম > ছাপা সংস্করণ

জোড়া লাগানো দুই সন্তান নিয়ে ঢাকায়

ঢামেক প্রতিনিধি

জোড়া লাগানো দুই শিশুকে আলাদা করতে ভর্তি করানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন, কখন কীভাবে তাদের আলাদা করা হবে। তবে চিকিৎসক এবং শিশু দুটির বাবা-মা খুবই আশাবাদী, দ্রুতই অস্ত্রোপচারের মাধ্যমে স্বকীয় হয়ে উঠবে তারা।

ঢামেক হাসপাতালের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজল বলেন, শিশু দুটির বুকের কিছু অংশ ও পেট জোড়া লাগানো। এখন তাদের পরীক্ষা করা হবে। পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে।

শিশু দুটির নাম খাদিজা ও আয়েশা। তারা রংপুরের মাহীগঞ্জ থানার বিহারি গ্রামের ভ্যানচালক খলিল মিয়া ও হালিমা বেগমের মেয়ে। দুই মাস আগে তাদের জন্ম হয়। খলিল মিয়া বলেন, ‘গত বছরের ১২ ডিসেম্বর রংপুরের একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়। তাদের পেট ও বুক জোড়া লাগানো। তবে প্রস্রাব-পায়খানার রাস্তা আলাদা।’

খাদিজা ও আয়েশাকে আলাদা করতে রংপুরের চিকিৎসকদের পরামর্শে ১ মার্চ ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার বিকেলে হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ২০৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, নানি মাজেদা বেগমের কোলে ঘুমাচ্ছে শিশু দুটি।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, রংপুরের জোড়া শিশুর চিকিৎসার খরচ হাসপাতাল বহন করবে। পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ