নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে নৌকা কোনো ফ্যাক্ট হবে না। আমার কোনো গণবিরোধী কার্যক্রম নেই। মানুষের স্বার্থে সারা জীবন কাজ করেছি। এবারের নির্বাচনে আমি সর্বস্তরের রাজনৈতিক দল ও জনগণের প্রতিনিধি।’
গতকাল শনিবার চাষাঢ়া নূর মসজিদের সামনে সিটি নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনে তাঁর অংশগ্রহণের সঙ্গে ওসমান পরিবারের সম্পৃক্ততার কথা উড়িয়ে দেন।
তৈমূর আলম খন্দকার বলেন, ‘মানুষের চাহিদার কারণে আমি নির্বাচনে এসেছি। বিএনপি, আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের সমর্থকেরা আমার সঙ্গে আছে। এটা সময় বলে দেবে এবং দেখতেও পারবেন। প্রচার-প্রচারণার অনুমতি দেওয়া হলে রাজপথেই দেখা যাবে। একটি রাজনৈতিক দলের অনেক কৌশল থাকে। বিএনপির অন্য রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কৌশলে এগোতে হচ্ছে।’