পিরোজপুর প্রতিনিধি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে বরিশালের টানা তৃতীয় জয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছেন খেলোয়াড় ও ক্রিকেটপ্রেমীরা।
গতকাল বুধবার বেলা ১১টায় শহরের পোস্ট অফিস রোড থেকে পিরোজপুর ক্রিকেট একাডেমির আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন তাহসান আহম্মেদ সাহিল, আহাদুজ্জামান অমি, মো. নাইম খান, লাবিব, নয়ন, মাহি, জাওয়াদ, সাবিত, আফিফসহ উৎসুক খেলোয়াড় ও ক্রিকেট প্রেমীরা।