হোম > ছাপা সংস্করণ

ছড়িয়ে দেবে বঙ্গবন্ধুর পল্লি উন্নয়ন ভাবনা

কুমিল্লা প্রতিনিধি

বঙ্গবন্ধুর পল্লি উন্নয়ন ভাবনা বাস্তবায়ন এবং ছড়িয়ে দিতে ‘বঙ্গবন্ধু স্কুল অব রুরাল ডিভেলপমেন্ট’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বিশ্বমানের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এটি প্রতিষ্ঠা করছে।

গতকাল শুক্রবার এই কাজের অগ্রগতি বিষয়ক সেমিনারের আয়োজন করে বার্ড। বার্ডের লালমাই অডিটোরিয়ামে হওয়া সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান।

সেমিনারে বঙ্গবন্ধু স্কুল অব রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠাবিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন বার্ডের পরিচালক (প্রশাসন) মিলন কান্তি ভট্টাচার্য ও যুগ্ম পরিচালক ফৌজিয়া নাসরিন সুলতানা। এতে বার্ডের পরিচালক (প্রকল্প) ড. কামরুল হাসান, যুগ্ম-পরিচালক ফৌজিয়া নাসরিন সুলতানা, সহকারী পরিচালক আনাস আল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর-সংস্থার প্রতিনিধি এবং বার্ডের অনুষদবর্গসহ ৮০ জন অংশগ্রহণকারী তাঁদের মতামত জানান।

প্রধান অতিথি মো. নজরুল ইসলাম খান বলেন, ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনের কেন্দ্রে ছিল গ্রাম। তাঁর পল্লী উন্নয়ন দর্শনকে ধারণ করে বঙ্গবন্ধু স্কুল অব রুরাল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠা হবে। এর মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সহায়ক হবে।’

সেমিনারের সভাপতি মো. মশিউর রহমান বলেন, ‘মুজিব জন্মশতবার্ষিকীতে এটি প্রতিষ্ঠার উদ্যোগ এক অনন্য প্রয়াস। বঙ্গবন্ধুর পল্লী উন্নয়ন ভাবনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ উদ্যোগে সহায়তা করবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ