দেশে পর্যাপ্ত পরিমাণে সার মজুত রয়েছে। এরপরেও কিছু ডিলারের কারণে কৃষকদের বাড়তি দামে সার কিনতে হচ্ছিল। সারের দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী ১৫ দিন সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে সরকার।
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক গতকাল মঙ্গলবার সচিবালয়ে শিল্প মন্ত্রণালয় এবং সার ডিলারদের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান।
কৃষিমন্ত্রী বলেন, দেশের পর্যাপ্ত সার মজুত আছে। এরপরেও একশ্রেণির অসাধু ডিলারের যোগসাজশের কারণে কৃষকদের বেশি দামে সার কিনতে হচ্ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৫ দিন মোবাইল কোর্ট পরিচালনা করব।
কৃত্রিম সংকট সৃষ্টি করে যেসব ডিলার বাড়তি দামে সার বিক্রি করছে, ডিলারশিপ বাতিলসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজ্জাক। তিনি বলেন, ‘মাঠপর্যায়ে কেউ বাড়তি দামে সার বিক্রি করছে কি না তা নজরদারি করা হবে।’ সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন উপস্থিত ছিলেন।