নামাজের ভেতর যেসব কাজ করা আবশ্যক, সেগুলোকে নামাজের রুকন বলা হয়। এগুলোর একটিও ছুটে গেলে নামাজ বাতিল গণ্য হবে। নামাজের রুকন ৬টি। যথা—১. তাকবিরে তাহরিমা বলা। আল্লাহর মহিমাবাচক কোনো শব্দ দিয়ে নামাজ শুরু করা।
তবে আল্লাহু আকবর বলে শুরু করা সুন্নত। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো।’ (সুরা মুদ্দাসসির: ৩) ২. দাঁড়িয়ে নামাজ পড়া। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নামাজসমূহ ও মধ্যবর্তী নামাজ যত্নসহকারে আদায় করো এবং আল্লাহর সামনে দাঁড়াও বিনীত হয়ে।’ (সুরা বাকারা: ২৩৮) ৩. কিরাত পড়া। চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজের প্রথম দুই রাকাত এবং ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের প্রতি রাকাতে কোরআন থেকে পড়া ফরজ। আল্লাহ তাআলা বলেন, ‘অতএব তোমরা কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো।’ (সুরা মুজ্জাম্মিল: ২০) ৪. রুকু করা।
নামাজের প্রতিটি রাকাতে রুকু করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা: ৪৩) ৫. সিজদা করা। নামাজের প্রতি রাকাতে সিজদা করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো। আশা করা যায়, তোমরা সফল হতে পারবে।’ (সুরা হজ: ৭৭) ৬. শেষ বৈঠক করা। নামাজের শেষ রাকাতে সিজদার পর তাশাহুদ পড়তে যতটুকু সময় লাগে ততটুকু সময় বসতে হবে। মহানবী (সা.) বলেন, ‘এরপর ধীর-স্থিরভাবে ওঠার পর বসবে। …’
লেখক: ইসলামবিষয়ক গবেষক