ব্রাহ্মণপাড়ায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক মাদরাসাছাত্রী। গতকাল সোমবার দুপুরে উপজেলার শিদলাই গ্রামে ওই ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। বিয়ের মঞ্চে অতিথিরা বরের আগমনের অপেক্ষা করছিলেন। এমন সময় হাজির হয় পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম চৌধুরী বলেন, ছাত্রীর সঙ্গে একই উপজেলার নাইঘর গ্রামের বাসিন্দা এক যুবকের বিয়ে ঠিক করেন অভিভাবকেরা। গত রোববার সন্ধ্যায় কনের গায়েহলুদ হয়। গতকাল সোমবার দুপুরে বরযাত্রী বিয়ে করতে কনের বাড়িতে আসার কথা ছিল।
স্থানীয় সূত্রে বিষয়টি জানতে পারেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা। পরে উপপরিদর্শক মনিরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ছাত্রীর বাড়িতে যায়। এ সময় পুলিশ সদস্যরা বিয়ের প্যান্ডেল ও গেট খুলে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।
পরে কনের অভিভাবকেরা ভবিষ্যতে নাবালিকা মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা দিলে পুলিশ সদস্যরা চলে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা।