মুলাদীতে রুবেল বাঘা নামের এক যুবককে দুর্বৃত্তরা হাতুড়ি পেটা করার অভিযোগ পাওয়া গেছে । গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রুবেল বাঘা চরপদ্মা গ্রামের মৃত আব্দুল আজিজ বাঘার ছেলে। তিনি চরপদ্মা মাদরাসা বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।
রুবেল বাঘার ভাই আব্দুর রব বাঘা জানান, রোববার সকালে তার ভাই চরপদ্মা মাদরাসা বাজারে যান। বেলা সাড়ে ১১টার দিকে চরপদ্মা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত পথরোধ করে অতর্কিত হামলা চালায়। হাতুড়ি পেটায় রুবেল অজ্ঞান হয়ে পরলে তাকে মৃত ভেবে ফেলে লোকগুলো পালিয়ে যায়। পরে পথচারীরা পরিবারের লোকজনকে খবর দিলে তারা রুবেলকে উদ্ধার করে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত রুবেল বাঘার জ্ঞান ফেরেনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাকসুদুর রহমান জানান, যুবককে হাতুড়ি পেটার বিষয়টি জানেন না। তবে লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।