হোম > ছাপা সংস্করণ

এক নামে দুটি জাতীয় পরিচয়পত্র!

পটুয়াখালীর বাউফল উপজেলায় চুন্নু ব্যাপারী নামের এক ব্যক্তির নামে দুটি জাতীয় পরিচয়পত্র ইস্যুর অভিযোগ পাওয়া গেছে। চুন্নু ব্যাপারী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠি গ্রামের মতলেব ব্যাপারী ও ছালেহা বেগমের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন কমিশনের তালিকায় চুন্নু ব্যাপারীর নামে পৃথক দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। দুটি পরিচয়পত্রের নম্বরই আলাদা। একটিতে জন্মতারিখ লেখা ১০ মে ১৯৮০ আর অপরটিতে ০১ জানুয়ারি ১৯৯২।

খোঁজ নিয়ে জানা গেছে, চুন্নু ব্যাপারী নাজিরপুর ইউনিয়নের গ্রাম পুলিশ। ২০১৯ সালে মা ইলিশ শিকারের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন তিনি। তখন জরিমানা ও মুচলেকা দিয়ে ছাড়া পান। এ ছাড়া তাঁর বিরুদ্ধে শিক্ষা সনদপত্র জালের অভিযোগ ও একাধিক মামলা রয়েছে।

দুটি জাতীয় পরিচয়পত্র থাকার বিষয়ে চুন্নু ব্যাপারী বলেন, ‘আমি একটি জাতীয় পরিচয়পত্রের ব্যাপারে জানি, যা আমার কাছে রয়েছে। কী কারণে আরও একটি জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়েছে তা জানি না।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘যখন দুটি জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয় তখন যারা দায়িত্বে ছিলেন তারাই ভালো বলতে পারবেন। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ