বুড়িচংয়ে ভাড়ার কথা বলে কৌশলে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চুরির ঘটনায় এলাকাবাসী নারীসহ দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। গতকাল বুধবার উপজেলা নিমসার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোচালক মো. হোসেন বাদী হয়ে পলাতক দুই জনসহ চার জানের নামে বুড়িচং থানায় মামলা করেছেন।
আটক ব্যক্তিরা হলেন চান্দিনা উপজেলার হোসেনপুর গ্রামের রাজন চন্দ্র ভৌমিক (৩৬) ও বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার নয়াখালী গ্রামের মানুমা বেগম (৩০)।
জানা যায়, জেলার বরুড়া উপজেলা সদরের আলী আজ্জমের ছেলে মো. হোসেন প্রতিদিনের মতো তাঁর অটোরিকশা নিয়ে বরুড়া অটো স্ট্যান্ডে বসা ছিল। এ সময় চারজন লোক ভাড়ায় বুড়িচং উপজেলা নিমসার এলাকায় যাবে বলে অটোরিকশায় উঠে।
নিমসার এসবি ব্রিক ফিল্ডের সামনে এসে একজনকে অটোরিকশায় বসিয়ে চালকসহ বাকি ৩ জন লেপ ও তোষক আনার জন্য একটি বাড়িতে প্রবেশ করে। পরে কৌশলে তাঁরা বাড়ি থেকে পালিয়ে যান। পরে চালক রাস্তায় এসে দেখে তাঁর অটোরিকশা নাই।
বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজির পর বেলা সাড়ে ১২টার দিকে পাশের গ্রাম হালগাও এলাকা অটোরিকশাটি দেখতে পান। এ সময় তিনি চিৎকার-চেঁচামেচি করলে চোরের দল পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এক মহিলাসহ দুজনকে আটক করে।
দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কাজী হাসান উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, আসামিরা বর্তমানে ফাঁড়িতে আছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে।