হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক জ্যোতিষ কুমার দাসের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য কেন্দ্রটির দরজা ভেঙে ভেতর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।
জ্যোতিষ কুমার দাস সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রায় সাত বছর ধরে কর্মরত ছিলেন। তিনি আতকুড়া গ্রামের বাসিন্দা ও গ্রামের জয় কিশোর দাসের ছেলে।
পুলিশ জানায়, জ্যোতিষ তাঁর কর্মস্থল সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রাতে থাকতেন। রাতের খাবারের জন্য বাড়িতে না যাওয়ায় তাঁর মোবাইলে বারবার কল দেওয়া হয়। কিন্তু তিনি কল রিসিভ না করায় রাত ১০টার দিকে পরিবারের লোকজন এসে স্বাস্থ্যকেন্দ্রের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। তাঁরা কিছুক্ষণ ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে তাঁর লাশটি ঝুলতে দেখেন তাঁরা।
খবর পেয়ে বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ সময় সুবিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী জয় কুমার দাশসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান আহমেদ বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’ ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।’