নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ৫১টি ইয়াবাসহ জামাল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জামাল মিয়া ওই ইউনিয়নের পশ্চিম ঘোড়াদিয়া এলাকার বাসিন্দা।
নরসিংদী মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ দাসপাড়া নার্সারি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ জামাল মিয়া কে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।