হোম > ছাপা সংস্করণ

সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনতাই

মধুপুর প্রতিনিধি

মধুপুর বনের গাছ পাচারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বনদস্যুদের হামলার শিকার হয়েছেন দুই গণমাধ্যমকর্মী। এ সময় হামলাকারীরা তাঁদের ক্যামেরা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় হামলার শিকার গণমাধ্যমকর্মীরা গতকাল বৃহস্পতিবার বিকেলে মধুপুর থানায় অভিযোগ করেন।

মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, দৈনিক প্রতিদিনের সংবাদের আকবর হোসেন ও দৈনিক প্রথম বেলার মেহেদি হাসান বকুল মধুপুর বনাঞ্চলের হরিণধরা এলাকায় গাছ পাচারের সংবাদ সংগ্রহ করতে যান। তাঁরা বুধবার বিকেলে তথ্য সংগ্রহ করে ফেরার সময় হরিণধরা বাজারের কাছে পৌঁছালে বনদস্যুদের হামলার শিকার হন।

হামলার শিকার আকবর হোসেন বলেন, ‘মধুপুর বনাঞ্চলের দোখলা রেঞ্জের হরিণধরা থেকে বনদস্যুদের গাছ পাচারের সংবাদ পেয়ে আমরা ওই এলাকায় যাই। সেখানে গিয়ে গাছ পাচারের প্রমাণাদি ও ছবি সংগ্রহ করে ফেরার সময় কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে গতিরোধ করে। এ সময় তাঁরা ক্যামেরা, মোবাইল ও তথ্য সংগ্রহের নোটবুক ছিনিয়ে নেয়। ভবিষ্যতে বন এলাকায় প্রবেশ না করার জন্য হুমকি দেয়।’

শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মধুপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ ক্যামেরা, মোবাইল ও নোটবুক উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ ব্যাপারে মধুপুর থানার ডিউটি অফিসার আব্দুস সামাদ বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিশিয়াল কাজে জেলা সদরে রয়েছেন। তাঁর পরামর্শক্রমে তদন্ত করে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ