নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ড সফরে কোয়ারেন্টিনপর্ব যে বাংলাদেশ দলের মনস্তাত্ত্বিক পরীক্ষা নেবে, তা অনুমিতই ছিল। এবং সেটাই হচ্ছে। ক্রিকেটারদের মধ্যে কেউ কারও মুখ পর্যন্ত দেখতে পারছেন না। কতটা কঠোর সময় কাটছে মুমিনুল হকদের, বোঝাই যাচ্ছে।
অকল্যান্ড থেকে ক্রাইস্টচার্চে পৌঁছার পর কেমন কাটছে বাংলাদেশ দলের, সেটি জানিয়েছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, ‘এখানে পৌঁছার পর আমরা সবাই সবার রুমে যাই। এরপর ভিডিও কল ছাড়া এখন পর্যন্ত কারোর সঙ্গে দেখা হয়নি। এটা কঠিন সময়। পাকিস্তানের সঙ্গে খেলে আসার পর থেকেই কঠিন সময় যাচ্ছে। আরও দু-তিন দিন কষ্ট করতে হবে।’