মানিকগঞ্জের ঘিওরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কথা-কাটাকাটির জেরে মো. লিটন মিয়া (৪০) নামের এক ব্যবসায়ী হামলার শিকার হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তরা গ্রামের আকিজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার লিটন মিয়া মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তিনি ঘিওর থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিটন মিয়া বলেন, ‘আমাদের গ্রাম থেকে এবারের নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। সেই প্রার্থীর বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর তরা বাসস্ট্যান্ডে আমি আমাদের গ্রামের দুজন লোকের সঙ্গে আলাপ করছিলাম। তখন পাশ দিয়ে যাওয়ার সময় মো. শওকত মিয়া (৫০) ব্যঙ্গ করেন। আমি এর প্রতিবাদ করলে, তিনি উত্তেজিত হয়ে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। তখন এলাকার মুরুব্বিরা আমাদের দুজনকে শান্ত করেন।’
লিটন বলেন, ‘আমি ঘটনাস্থল ত্যাগ করে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় শওকত, তার ছেলে রাব্বিসহ ১৫ / ২০ জন লোক আমার ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁদের হাতে থাকা লোহার চেইন, হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে আমাকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা চলে। এ সময় তাঁরা আমার কাছে থাকা পঁচাত্তর হাজার টাকা ছিনিয়ে নেন।’
অভিযুক্ত শওকত মিয়া বলেন, ‘নির্বাচনী প্রার্থী নিয়ে লিটন খুব বাজে আচরণ করায় কথা-কাটাকাটি হয়েছে। তার ওপর হামলায় আমি জড়িত নই। স্থানীয় ছেলেপুলেদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে। টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার বিষয়টি অবান্তর।’
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’