হোম > ছাপা সংস্করণ

করোনার টিকা পেলেন কারাবন্দীরা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে কারাবন্দীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকালে টাঙ্গাইল জেলা কারাগারে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি। জেল সুপার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার ও সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

কারাগার সূত্রে জানা গেছে, এই কারাগারে ১ হাজার ২৪৬ জন বন্দী রয়েছেন। যার মধ্যে ৫২ জন নারী ও ১ হাজার ১৯৪ জন পুরুষ। গতকাল ৯৭৩ জনকে টিকা দেওয়া হয়। এর মধ্যে ৩৬ জন নারী ও ৯৩৭ জন পুরুষ কারাবন্দী নেন। স্বাস্থ্য বিভাগ বরাদ্দ করা অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকা তাঁদের দেওয়া হয়।

বাকি কারাবন্দীদের মধ্যে বেশ কয়েকজন মর্ডানা ও ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন। তাঁদের সেই সব কোম্পানির টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। সব বন্দীদের করোনাভাইরাস থেকে মুক্ত রাখতে এই টিকা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এনআইডি কার্ড ছাড়াই তাঁরা এই টিকা দিতে পারবে।

সরেজমিন পরিদর্শনে গেলে কথা হয় টিকা নেওয়া কয়েকজন কারাবন্দীর সঙ্গে। তাঁদের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল খালেক বলেন, ‘দেশে করোনার টিকা আসার খবর পেয়েছি অনেকে আগেই। পরিবারের সদস্যরাও টিকা নিয়েছেন। আমি জেলখানায় থাকায় টিকা নিতে পারছিলাম না। তাই করোনা নিয়ে ভয় করত। আজ টিকা পেয়ে সেই ভয় কেটে গেল।’

আরেক কারাবন্দী গৌতম চন্দ্র বলেন, ‘করোনার টিকা পাব প্রথমদিকে কল্পনাই করতে পারিনি। করোনার টিকা পেয়ে খুব ভালো লাগার পাশাপাশি ভয়ও কেটে গেছে।’

শামীমা নামের এক নারী কারাবন্দী বলেন, ‘করোনা নিয়ে সব সময় ভয়ের মধ্যে ছিলাম। এখানে তো অনেক বন্দী একসঙ্গে থাকি। যদি কেউ আক্রান্ত হয় তবে দ্রুতই ছড়িয়ে পড়ার আশঙ্কায় ছিলাম। করোনার টিকা পেয়ে দুশ্চিন্তা মুক্ত হলাম।’

সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘সবাইকে টিকা কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে আমরা কাজ করছি। তাই আমরা কারাবন্দীদেরও ভ্যাকসিন দিলাম। এখানে বেশ কয়েকজন ফাইজার ও মর্ডানার প্রথম ডোজ নিয়েছেন। আমরা তাঁদের একই কোম্পানির দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ