ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি একই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী স্বামীর বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্ত্রী। তাঁরা হলেন, কঞ্চিপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লিটন মিয়া ও তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন শম্পা। তাঁরা দুই জনই স্বতন্ত্র প্রার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তা আব্দুস সোবহান।
জানা যায়, উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন চেয়ারম্যানের মৃত্যুর পর ২০১৮ সালে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন লিটন মিয়া।