হোম > ছাপা সংস্করণ

জেলা প্রশাসন কর্মচারীর লাশ উদ্ধার

খুলনা প্রতিনিধি

খুলনা জেলা প্রশাসনের গোপনীয় শাখার সহকারী রবীন্দ্র নাথ সরকারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার কাজী ম্যানশনের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামের সুধীর সরকারের ছেলে।

মৃতের ভাগ্নে অনিন্দ্য মন্ডল বলেন, বাবা নারায়ণ চন্দ্র মন্ডলের ফোন পেয়ে মামা রবীন্দ্রনাথ সরকারের খোঁজ নিতে কাজী ম্যানশনে আসেন। তিনি রাত সাড়ে আটটার দিকে মামার ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ধাক্কা দিতে থাকেন। ভেতর থেকে সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিককে বিষয়টি জানানোর পর আবারও দরজা ধাক্কা দিতে থাকেন। একপর্যায়ে দরজা খুলে গেলে মামার মৃত দেহ দেখতে পান। বিষয়টি তার পরিবারকে জানানো হয়। পরে জেলা প্রশাসনের মধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, মামার হাই প্রেসার ও ডায়াবেটিসের সমস্যা ছিল। কিন্তু ওষুধের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণে ছিল। কীভাবে তার মৃত্যু হল তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: হানিফ জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। তার পুরো শরীর ফুলে উঠেছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কোন কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।

বাড়ির মালিক কাজী মাসুদ মনোয়ার জানান, গত দেড় বছরের বেশি সময় ধরে তিনি একটি কক্ষ নিয়ে এ বাড়িতে বসবাস করছেন। তিনি খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করতেন। কারও সঙ্গে তার কোন দ্বন্দ্ব ছিল না। অফিস থেকে বাড়ি ফিরতেন, কোথাও কোন আড্ডা দিতেন না বলে তিনি আরও জানিয়েছেন।

স্থানীয় আরও কয়েকজন বাসিন্দা বলেন, তাঁর মৃত্যুর কারণ বোঝা যাচ্ছে না। আমাদের জানা মতে, তার কোনো শত্রু নেই। তবে পুলিশ বিষয়টি তদন্ত করলে এর রহস্য উদ্ঘাটন হতে পারে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ