হোম > ছাপা সংস্করণ

‘সড়ক দখলমুক্ত করতে শিগগির অভিযান’

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুরে সড়ক দখলমুক্ত করতে শিগগির অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। দ্রুত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলেন তিনি। দখলদারদের আর সময় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন উপজেলা চেয়ারম্যান।

উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ গত শনিবার জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।

এ সময় তিনি আরও বলেন, ‘আমি মাইকে ঘোষণা দিয়ে গেলাম, আপনারা চিহ্নিত করা জায়গা থেকে আপনাদের স্থাপনাগুলো সরিয়ে নেবেন। আমরা আর কোনো নোটিশ করব না। সরাসরি অভিযান পরিচালনার মাধ্যমে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।’

জৈন্তাপুর স্টেশন বাজার ও জৈন্তাপুর পূর্ববাজার ব্যবসায়ী সংগঠন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের উপজেলা চেয়ারম্যান আরও বলেন, উপজেলা গেট থেকে স্টেশন পর্যন্ত রাস্তার ফুটপাত দখলমুক্ত করা হবে। সেই সঙ্গে রাস্তা প্রশস্তকরণের কাজ চালু হবে।

জৈন্তাপুর স্টেশন বাজার থেকে উপজেলা গেট পর্যন্ত এক কিলোমিটার রাস্তার প্রায় পুরোটাই অবৈধভাবে দখর করা হয়েছে। এ ছাড়া জৈন্তাপুর বাজারে অবৈধভাবে দখল করে বাজারের শেডঘরে হোটেল, লাকড়ি বিক্রির দোকান তৈরি করা হয়েছে।

অনেক ব্যবসায়ী মুনাফা লাভের আশায় নিজের নামে বরাদ্দ পাওয়া বাজারের শেডঘর খালি ফেলে রেখে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন। এই কারণে এক কিলোমিটার রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের বাসিন্দাদের অভিযোগ, অবৈধভাবে স্থাপিত দোকানপাট সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও দখলদারেরা কানে তোলেননি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ