চট্টগ্রামের লোহাগাড়ায় কীটনাশক পানে আয়েশা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আয়েশা পাঁচ সন্তানের জননী। তিনি উপজেলার রাজঘাটা এলাকার দিনমজুর আবদুস সবুরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা ও তাঁর স্বামী গ্রামের বাড়িতে থাকতেন। সন্তানেরা বাইরে থাকেন। আশেয়া শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার সকালে সবুর কাজের জন্য বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়িতে এসে দেখেন স্ত্রী অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। আশপাশের লোকজনের সহযোগিতায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাকিলা আক্তার জানান, স্বজনেরা দুপুরে বিষপান করা এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু স্বজনেরা তাঁকে নিয়ে যাননি।
ওসি জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।