হোম > ছাপা সংস্করণ

মদনে অপহরণের পর তরুণ গ্রেপ্তার

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় গত রোববার বিকেলে মাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা মোটরসাইকেলে ধাওয়া দিয়ে হৃদয় মিয়া নামের এক তরুণকে আটক করে ও ছাত্রীকে উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিশু ছাত্রীকে (১৩) গত রোববার বিকেলে ফুসলিয়ে নিজ বাড়ির সামনে থেকে মোটরসাইকেলে তোলেন হৃদয় মিয়া ও তাঁর বন্ধু রাজন মিয়া। ছাত্রীর মা বিষয়টি টের পেয়ে মোটরসাইকেলটি আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে মেয়েটিকে নিয়ে চম্পট দেন হৃদয় ও রাজন। পরে তার মায়ের চিৎকার শুনে পথচারীরা বিষয়টি পুলিশকে জানান। এ ছাড়া স্থানীয় কয়েকজন বাসিন্দা মোটরসাইকেল নিয়ে ধাওয়া দেন। তাঁরা পৌর সদরের ভাই ভাই মার্কেটের সামনে থেকে মেয়েটিকে উদ্ধার ও হৃদয়কে আটক উদ্ধার করেন। তবে এ সময় রাজন কৌশলে পালিয়ে যান। পরে হৃদয়কে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে রোববার রাতেই হৃদয়সহ তিনজনকে আসামি করে মদন থানায় মামলা করেন। ওই ছাত্রীর মা আজকের পত্রিকাকে জানান, রোববার বিকেলে তাঁদের বাড়ির সামনে থেকে তাঁর ছোট মেয়েকে মোটরসাইকেলে তুলে অপহরণ করছিলেন এক যুবক। ঘটনাটি দেখতে পেয়ে তিনি দৌড়ে গিয়ে মোটরসাইকেলটি আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেওয়া হয়। পরে এলাকাবাসী খবর পেয়ে মোটরসাইকেল নিয়ে ধাওয়া দিয়ে তাঁর মেয়েকে উদ্ধার করেন এবং ওই যুবককে আটক করে।

হৃদয় মিয়ার বাবা টিটন মিয়া বলেন, ‘আমার ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালায়। ওই ছাত্রীর সঙ্গে রিপন নামের একটি ছেলের সম্পর্ক। এ কারণে রিপন ও তার বন্ধু রাজন ভাড়ার কথা বলে আমার ছেলেকে নিয়া যায়।’ এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, মেয়েটির মা বাদী হয়ে তিনজনকে আসামি করে রোববার রাতে মদন থানায় মামলা করেছেন। প্রধান আসামি হৃদয়কে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ