শরীয়তপুরের ডামুড্যা উপজেলার একমাত্র কলেজের নাম পরিবর্তন করে সরকারি আব্দুর রাজ্জাক কলেজ করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।
সরকারি পূর্ব মাদারীপুর কলেজকে সরকারি আব্দুর রাজ্জাক কলেজ নামকরণ করায় গতকাল সোমবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা আওয়াম লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু শিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, কলেজ ছাত্রলীগের সভাপতি সবুজ, সাধারণ সম্পাদক মিঠু ছাত্র নেতা সীমান্ত হাসান প্রিয় প্রমুখ।