চট্টগ্রামের হাটহাজারীতে গতকাল শুক্রবার দেখা মিলেছে বিরল প্রজাতির একটি গন্ধ গোকুলের। খবর পেয়ে বন বিভাগ হাটহাজারীর রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে উপজেলার আমান বাজার এলাকায় কদল খাঁন বাড়ির ইসলামি সুন্নিয়া জামিয়া মসজিদের পাশের কবরস্থান থেকে গন্ধ গোকুলটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিরল প্রজাতির গন্ধ গোকুলটি দীর্ঘদিন ধরে কদল খাঁন বাড়ির ইসলামি সুন্নিয়া জামিয়া মসজিদ পাশে কবরস্থান মাঝে মধ্যে দেখা যেত। তবে গতকাল শুক্রবার জুমার নামাজের পর মুসল্লিরা গন্ধ গোকুলটি লোকালয় দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে।
পরে বিষয়টি স্থানীয় এক রাজনৈতিক নেতা উপজেলা প্রশাসন ও বন বিভাগকে অবহিত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী। তিনি বলেন, ইউএনওর নির্দেশনায় বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে গন্ধ গোকুলটি উদ্ধার করেন। তবে স্থানীয় মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে গন্ধ গোকুলটি স্থানীয় কবরস্থানে অবমুক্ত করা হয়।