হোম > ছাপা সংস্করণ

চলন্ত ট্রেনে সন্তান প্রসব, সুস্থ দুজনেই

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে আসার উদ্দেশে জেসমিন আক্তার ও তাঁর স্বামী ঢাকার কমলাপুর স্টেশন থেকে পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ ট্রেনে ওঠেন। ট্রেনটি নাটোর স্টেশন পার হয়ে সান্তাহার স্টেশনে পৌঁছায়। এ সময় জেসমিন আক্তারের প্রসব বেদনা শুরু হয়। সৌভাগ্যক্রমে ট্রেনের ওই কক্ষে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক। এ সময় প্রসবে সহায়তার জন্য চিকিৎসকসহ এগিয়ে আসেন আরেক শিক্ষিকা। তাঁদের প্রচেষ্টায় চলন্ত ট্রেনেই ছেলেসন্তানের জন্ম দেন জেসমিন আক্তার।

গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ জেলার রাণীনগর এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে তাঁরা জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল থেকে বাড়ি ফেরেন।

জেসমিন আক্তার (২৬) জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের নানাহার গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী। নবজাতক ও জেসমিন আক্তার দুজনই সুস্থ আছেন।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চলন্ত ট্রেনেই ছেলেসন্তানের জন্ম দেন জেসমিন আক্তার। এরই মধ্যে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাঁরা জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছান। এরপর তাঁকে ভর্তি করা হয় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে।

রেলওয়ের দিনাজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভূঞা বলেন, খোঁজ নিয়ে জানা গেছে নবজাতক এবং তার মা উভয়ই সুস্থ আছেন।

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক রাশেদ মোবারক জুয়েল গতকাল রোববার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, নরমাল ডেলিভারি হওয়া প্রসূতিকে সন্তান প্রসবের ছয় থেকে সাত ঘণ্টার মধ্যেই সাধারণত রিলিজ দেওয়া হয়। প্রসূতি জেসমিন আক্তার সন্তানসহ সুস্থই ছিল। তাই গতকাল সকালে তাঁকে নবজাতকসহ রিলিজ দেওয়া হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ