নরসিংদীতে স্তন ক্যানসার সচেতনতায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে পৌর এলাকার ন্যাশনাল কলেজ অব এডুকেশনের হলঘরে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহনের আয়োজনে এ কর্মশালায় অংশগ্রহণ করেন দেড় শতাধিক শিক্ষার্থী। এ সময় স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুন্নী দাস।
আয়োজকেরা জানান, ২০১৪ সালের ১৯ জুলাই হুমায়ূন আহমেদের ভক্তদের নিয়ে যাত্রা শুরু করে হিমু পরিবহন নরসিংদী। বাংলাদেশে বিশ্বমানের ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা এবং ক্যানসার প্রতিরোধের সংকল্প নিয়ে কাজ শুরু করে একদল হিমু-রুপা। এরপর থেকেই প্রাথমিকভাবে সব ধরনের ক্যানসার সচেতনতায় বিভিন্ন স্কুল, কলেজে কর্মশালার পাশাপাশি লিফলেট বিতরণ করে। এই ধারাবাহিকতায় দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই কর্মশালার আয়োজন করা হয়।
হিমু পরিবহন নরসিংদী কাউন্টারের দলনেতা সুমন এন্টম বলেন, এর শধ্য দিয়ে স্তন ক্যানসার সম্পর্কে অনেকেই ধারণা পাবেন।
ডা. মুন্নী দাস বলেন, স্তন ক্যানসার বিষয়টি সম্পর্কে সবারই জানা উচিত। লজ্জা এবং অজ্ঞতা কাটিয়ে এটি সম্পর্কে সচেতন হওয়া গেলে প্রতিরোধ করা সম্ভব।