বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নকল করার অভিযোগে এইচএসসি বিএম ও ভকেশনাল ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রোববার কেন্দ্রে পরিদর্শনে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করেন। সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস জানান, নকল বিরোধী অভিযান ও শিক্ষা খাতে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন কাজ করে যাচ্ছে।