হোম > ছাপা সংস্করণ

মাগুরায় হত্যা মামলার পাঁচ আসামি গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলায় গরু চুরি করতে গিয়ে গরুর মালিককে ছুরিকাঘাত ও ট্রাক চাপা দিয়ে হত্যা মামলার ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর ওই চোরচক্রের কাছ থেকে নিহতের গরুসহ বিভিন্ন সময়ে চুরি করা ১১টি গরু উদ্ধার করা হয়েছে।

গত সোমবার দুপুরে মাগুরা সদর থানা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার করা আসামিরা হলেন চোরচক্রটির প্রধান সমন্বয়কারী ফরিদপুরের শালতা উপজেলার কামদিয়া গ্রামের মো. মাসুদ (৩০), একই জেলার সালথা উপজেলার সিংহ প্রতাপ গ্রামের বিল্লাল শিকদার (৩০), বড় কান্দিয়া গ্রামের হাবিল (২৪), মধুখালি থানার চানপুর গ্রামের মনিরুল বিশ্বাস ও মাগুরা সদর থানার আজমপুর গ্রামের মো. কাজল (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা তাঁদের অপরাধ শিকার করেছেন বলে জানান এএসপি কামরুল হাসান। তাঁদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

এ চক্রটি ফরিদপুর, মাগুরা, গোপালগঞ্জ, ঝিনাইদহ, নড়াইলসহ আশপাশের বিভিন্ন জেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলন শেষে গরুর মালিকদের তাঁদের নিজ নিজ গরু বুঝিয়ে দেওয়া হয়। হত্যাকাণ্ডের শিকার সাদ্দামের স্ত্রী মিতু খাতুন চুরি যাওয়া গরুটি ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি এ ঘটনায় গ্রেপ্তার করা আসামিদেরসহ জড়িত সবার ফাঁসি দাবি করেন।

২০২১ সালের ৭ নভেম্বর ভোররাতে শালিখা উপজেলার পুখরিয়া গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যায় চোরচক্রটি। এ সময় গরুর মালিক সাদ্দাম চোরচক্রের ট্রাকটি ধাওয়া করে মাগুরা সদরের আসবা পর্যন্ত আসেন। একপর্যায়ে চোরদের বাধা দিলে সাদ্দাম লস্করকে প্রথমে ছুরিকাঘাত ও পরে ট্রাক চাপা দিয়ে হত্যা করে ওই চক্র। এ ঘটনায় নিহতের স্ত্রী মিতু খাতুন বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ