ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি ও ‘ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন-২০২১’ উদ্যাপন উপলক্ষে শরীয়তপুরে উদ্যোক্তা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আম্রকাননে এ ক্যাম্পেইন হয়।
ক্যাম্পেইনে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক ও জেলার ১৭৪ জন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ইউডিসি ও পৌর উদ্যোক্তারা তাদের কার্যক্রমের বিভিন্ন সমস্যা সমূহ সংশ্লিষ্ট দপ্তর প্রধানের নিকট উপস্থাপন করেন।
পরে উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ই-সেবা ক্যাম্পেইনে অস্থায়ী নির্মিত ‘ব্রান্ডশপ’ এবং ‘ভিশন-২০৪১’ নামের দুটি স্টল পরিদর্শন করেন।