হোম > ছাপা সংস্করণ

জমিতে কৃষককে পিটিয়ে হত্যা, চারজন গ্রেপ্তার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে জমিতে কাজ করার সময় আব্দুস ছাত্তার (৫৩) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সোমবার উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আক্কেল মামুদ মিয়াজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত মঙ্গলবার নিহত ছাত্তারের স্ত্রী থানায় মামলা করলে পুলিশ ওই দিন চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিয়াজিপাড়া গ্রামের দবির হোসেন, আবু বক্কর, আবু মিয়া ওরফে আবুসামা ও লাভলী বেগম। জানা গেছে, জমি নিয়ে মিয়াজিপাড়া গ্রামের দবির হোসেন ও আব্দুস ছাত্তারের বিরোধ চলছিল। সোমবার সকালে আব্দুস ছাত্তার জমির পরিচর্চা করছিলেন। এ সময় দবির হোসেন ও তাঁর লোকজন লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আব্দুস ছাত্তারের ওপর হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করান। ওই দিন রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার রাতে আব্দুস ছাত্তারের স্ত্রী বিউটি খাতুন বাদী হয়ে ১১ জনের নামে এবং অজ্ঞাতনামা ৪-৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ ঘটনায় মঙ্গলবার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ