গৌরনদীতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ইউনুচ ফকির (৬৩) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
মামলা ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক রোগে ভুগছিলেন ইউনুচ ফকির। গত শনিবার ভোরে ফজরের নামাজ শেষে নিজের কামরায় ঘুমাতে যান বৃদ্ধ ইউনুচ ফকির। পরে পরিবারের সদস্যেরা ডাকাডাকি করে সারা শব্দ না পেয়ে বিল্ডিংয়ের দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধ ইউনুচকে দেখতে পান।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।