এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে উচ্চশিক্ষার সম্প্রসারণ ঘটানোর জন্য জাপান সরকারের অর্থায়নে এডিবি-জেএসপি স্কলারশিপ দেওয়া হয়। ১৯৮৮ সালে চালু হওয়া এই বৃত্তির পুরো নাম এডিবি-জেএসপি ফর ডেভেলপমেন্ট ইন এশিয়া অ্যান্ড প্যাসিফিক।
এডিবি-জেএসপি স্কলারশিপে এবার ৪০টি দেশের ১৩৫ শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের ২৯টি বিশ্ববিদ্যালয়ের যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে পড়ালেখার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা দুই বছরমেয়াদি স্নাতকোত্তর কোর্সে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও জাপান স্কলারশিপ প্রোগ্রাম যৌথভাবে এডিবিভুক্ত দেশগুলোর শিক্ষা ও সমাজ উন্নয়নের লক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেয়। স্নাতকে ভালো ফলাফল আছে এমন মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর করতে পারবেন। পড়া শেষে নিজ নিজ দেশে এডিবি পরিচালিত বিভিন্ন প্রজেক্টে চাকরির সুবিধাও পাওয়া যায়।
যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে স্নাতকোত্তর শুরু করার পরিকল্পিত সময়ের অন্তত ছয় মাস আগে এই স্কলারশিপের জন্য আবেদন পাঠাতে হবে। পছন্দনীয় ভার্সিটিতে ভর্তির জন্য আবেদন করার সময় এডিবি স্কলারশিপের একটি আবেদনপত্রও ওই ভার্সিটি থেকে সংগ্রহ করতে হবে। ভর্তির আবেদনপত্র এবং স্কলারশিপের আবেদনপত্র একসঙ্গে ভার্সিটিতে জমা দিতে হবে। এডিবিতে আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নেই। ক্লাস শুরু হওয়ার সময় থেকে কমপক্ষে ছয় মাস আগে এডিবি স্কলারশিপের জন্য আবেদন করা প্রয়োজন।
ওয়েবসাইট
আবেদনের শেষ সময়: ওয়েবসাইটে জানানো হবে।