হোম > ছাপা সংস্করণ

কেশবপুরে ৪০ দিনে করোনা শনাক্ত শূন্য

কেশবপুর প্রতিনিধি

যশোরের কেশবপুরে গত ৪০ দিনে ১১১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। করোনা শনাক্ত না হওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

গত ২০ সেপ্টেম্বর সর্বশেষ এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ তথ্য নিশ্চিত করেছে। সরকারি নির্দেশনা মেনে চলায় করোনা পরিস্থিতি উন্নতির দিকে এমনটি জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ গৌতম কুমার দাস জানান, কেশবপুরে দ্বিতীয় ধাপে এ পর্যন্ত ৬৭৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

যার মধ্যে ৬৫০ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন এবং ২৫ জন মারা গেছেন। বর্তমানে কেউ চিকিৎসাধীন নেই। চিকিৎসা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫৭ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁরা সকলেই সুস্থ হয়ে রোগীর সেবা করে চলেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, ‘সর্বশেষ ২০ সেপ্টেম্বর এ উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়। গত ৪০ দিনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ১১১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাঁদের সব রিপোর্ট নেগেটিভ এসেছে। বর্তমানে কেশবপুরে কোনো করোনা রোগী নেই। প্রায় করোনাশূন্য হয়ে পড়ছে বলে আমরা দাবি করতে পারি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করায় ও জনগণ সচেতন হওয়ায় কেশবপুরে করোনা পরিস্থিতি উন্নতির দিকে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ