পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণে সহায়তা করার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে পাইকগাছা ও যশোরের বাঘারপাড়া থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট এলাকা থেকে তাদের আটক করে।
আটক দু’জন যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের মৃত রামপদ দেবনাথের ছেলে পরিতোষ দেবনাথ ও তার স্ত্রী নমিতা দেবনাথ। তারা দু’জন অপহরণের দায়ে অভিযুক্ত সুব্রত দেবনাথের বাবা মা।
গত ৫ নভেম্বর শুক্রবার পাইকগাছা পৌর এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয় বলে অভিযোগে পাওয়া যায়।