কক্সবাজারের টেকনাফ থেকে ২ কেজি ৬৪ গ্রাম আইস জব্দ করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ভোরে বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়ার ঝাউবাগান এলাকা থেকে আইসগুলো জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য জানান।
খালিদ মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নোয়াখালীপাড়া মেরিনড্রাইভ সংলগ্ন সমুদ্রসৈকতের ঝাউবাগানের মধ্যে পাচারের উদ্দেশ্য মাদকদ্রব্য রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি দল সেখানে অভিযানে যায়। পরে সেখানে তল্লাশির একপর্যায়ে ঝাউবাগানের একটি গাছের নিচে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়। জব্দকৃত ব্যাগের ভেতর থেকে ১০ কোটি ৩২ লাখ টাকা মূলের ২ কেজি ৬৪ গ্রাম আইস পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খালিদ মোহাম্মদ বলেন, জব্দ আইসগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরের স্টোরে রাখা হয়েছে।