হোম > ছাপা সংস্করণ

এমিলিয়ায় বাজি ধরছে হলিউড

ব্রিটিশ অভিনেত্রী এমিলিয়া ক্লার্কের সময়টা দারুণ যাচ্ছে। গত কয়েক দিন হলিউডের যেসব খবর নানা কারণে শিরোনামে এসেছে, তার মধ্যে বেশ কয়েকটির সঙ্গে যুক্ত এমিলিয়া। ‘গেম অব থ্রোনস’ সিরিজে ‘মাদার অব ড্রাগন’ হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন এমিলিয়া। এ সিরিজে তাঁর সহ-অভিনেতা কিট হ্যারিংটন আভাস দিয়েছেন, তাঁদের জুটিকে অন্য একটি সিরিজে দেখা যেতে পারে। সেটির প্রেক্ষাপট হবে ‘গেম অব থ্রোনস’-এর মতোই।

‘অ্যাকোয়ামান’ সিরিজের পরের সিনেমায়ও যুক্ত হচ্ছেন এমিলিয়া। এই সুপারহিরো সিনেমার মুখ্য নারী চরিত্রটি করেছেন অ্যাম্বার হার্ড। কিন্তু জনি ডেপ আর অ্যাম্বারের তিক্ত আইনি লড়াই দর্শকদের মনে খারাপ প্রভাব ফেলেছে বলে অনুমান নির্মাতাদের। তাই অ্যাম্বারের জায়গায় মুখ্য নারী চরিত্রে নেওয়া হচ্ছে এমিলিয়াকে। গুজব ছিল, নায়িকা পরিবর্তন নিয়ে আইনি জটিলতা হতে পারে। তবে সে আশঙ্কা আপাতত নেই।

এমিলিয়ার জন্য পরের সুখবরটি হলো, তাঁর সাম্প্রতিক সিনেমা ‘পড জেনারেশন’-এর প্রিমিয়ার হবে আগামী বছর সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে। কল্পবিজ্ঞাননির্ভর সিনেমাটি হলিউডের অনেক নামী পুরস্কার জিতে নেবে বলে আশা করছেন অনেকে। এ ছাড়া প্রখ্যাত লেখক অস্কার ওয়াইল্ডের স্ত্রী আইরিশ লেখিকা কনস্ট্যান্স লয়েডের ভূমিকায় এবার অভিনয় করবেন এমিলিয়া ক্লার্ক। সিনেমার নাম ‘অ্যান আইডিয়াল ওয়াইফ’, পরিচালনা করবেন সোফি হাইড।

গল্পের কেন্দ্রে থাকবে লয়েডের নারীবাদী কর্মকাণ্ড। পোশাক সংস্কার আন্দোলনে সশরীরে অংশগ্রহণ করেছিলেন লয়েড। সেই সময় মেয়েদের ভিক্টোরিয়ান ভারী পোশাকের বদলে আরামদায়ক পোশাক পরতে অনুমতি দেওয়া হোক, এই দাবিতে ছিল তাঁর আন্দোলন। অস্কার ওয়াইল্ডের সঙ্গে লয়েডের সাংসারিক জীবনেও অনেক বিতর্কিত ঘটনা ছিল। ফলে এ চরিত্রে এমিলিয়া কেমন কাজ করেন, তা দেখতে দর্শকদের আগ্রহ থাকবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ