ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ আহাম্মদ নামের (৮) এক শিশু নিহত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জুনায়েদ কৈখলা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। একমাত্র ছেলের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
নিহতের পারিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার কৈখলা গ্রামে খেলার ছলে জুনায়েদ হঠাৎ দৌড়ে বাড়ির পাশে রাস্তায় উঠে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে সোমবার রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
কসবা থানার ওসি মুহাম্মদ আলমগীর ভুইয়া বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি।