হোম > ছাপা সংস্করণ

জাবিতে ভর্তি ফরমের দাম কমানোর দাবি

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তির আবেদন ফরমের দাম কমানোর দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। গতকাল বুধবার দুপুরে এই দাবিতে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখা।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছাত্ররা বলেন, আলু-পটোলের দামের মতো ভর্তি ফরমেরও দাম বাড়ানো শিক্ষকের আচরণ হতে পারে না। এটা বাণিজ্য; ভর্তি পরীক্ষা উপলক্ষে যে বাণিজ্য হয়, তাতে টাকার ভাগ-বাঁটোয়ারা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি আবু সাইদ এ সময় বলেন, ‘শিক্ষার্থীর সুবিধা নিশ্চিত না করে ভর্তি-বাণিজ্যে সুবিধা অর্জন করাই এখন বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য। এখানে ইউনিট কমেছে, কিন্তু ফরমের দাম বেড়েছে। ভোগান্তি কমানোর জন্য পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা নেবে প্রশাসন। অথচ ভর্তি ফরমের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে করে কীভাবে ভোগান্তি কমবে, আমাদের জানা নেই।’

ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান এ সময় বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মুনাফা ছাড়া আর কিছুই বোঝে না। ভর্তি আবেদনের দাম বাড়িয়ে গরিব কৃষক ও নিম্নমধ্যবিত্ত পরিবারের বাচ্চাদের ঠকানো হচ্ছে। ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো না হলে আমরা ধর্মঘটের মতো কঠোর কর্মসূচিতে যাব।’

প্রসঙ্গত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গতকাল থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। তবে ইউনিট কমায় এ বছর বেড়েছে আবেদন ফি। এ, বি, সি ও ই ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। যা গত বছর ছিল ৪০০-৬০০ টাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ