বরিশালের উজিরপুর পৌরসভার এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর কমলাপুর গ্রামের অনিল দাসের (৫৫) লাশ বাড়ির পাশের রেইনট্রি বাগান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অনিল দাস এনজিও এবং বিভিন্ন মহাজনের কাছ থেকে চরা সুদে টাকা এনে পানের বরজে করেছিল। বৈরী আবহাওয়ায় পানের দাম কম এবং পানের বরজে পানি ওঠায় ৬ লাখ টাকা লোকসান হওয়ায় বিপাকে পড়ে যান তিনি। এ কারণে আত্মহত্যা করতে পারেন বলে জানান ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবুল সিকদার।
অনিল দাসের স্ত্রী শিল্পী রানী দাস বলেন, ‘সাড়ে ১১টার দিকে আমাদের বাড়ির পাশের রেইনট্রি বাগানে ছাগল চড়াতে গেলে আমার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখি। চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে আসেন।’ উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলতে পারব কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।