হোম > ছাপা সংস্করণ

নৌকায় নতুন অতিথি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় ইয়াসের পর থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বন্যতলা গ্রামের ইয়াকুব আলীর বসতভিটায় চলছে জোয়ার ভাটার খেলা। ভাটার টানে দিন পনের আগে বসবাসের ঘরও বিলীন হয়ে গেছে নদীতে। এদিকে শ্বশুরবাড়িসহ নিকটজনদের বাড়িও প্লাবিত হওয়ায় সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে নিরাপদ কোনো আশ্রয়ে যেতে পারেননি ইয়াকুব আলী।

দুই সপ্তাহ ধরে জীবিকার অবলম্বন মাছ ধরার নৌকাই ইয়াকুব আলী ও পরিবারের অস্থায়ী নিবাস হয়ে উঠেছে। যেখানে দুই সন্তান, সন্তানসম্ভবা স্ত্রীসহ মোট সাত সদস্যের পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। তাঁদের ভাসমান এই সংসারে এলো নতুন অতিথি।

জানা গেছে, গত মঙ্গলবার রাত আটটার দিকে মিনারা খাতুন নৌকায় একটি ফুটফুটে নবজাতকের জন্ম দেন। ইয়াকুব আলী জানিয়েছেন, তৃতীয় সন্তানের নাম রাখা হয়েছে ওমর ফারুক।

স্থানীয় বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, আল্লাহ সহায় ছিলেন বলে এমনভাবে সন্তান জন্ম নিতে পেরেছে। অন্যথা হলে দুর্ঘটনা ঘটার প্রবল ঝুঁকি ছিল। বর্তমানে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। তাঁদের খাদ্য ও বাসস্থান প্রয়োজন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ