হোম > ছাপা সংস্করণ

চুরির গরু জবাই কসাই আটক

ভালুকা প্রতিনিধি

ভালুকা মডেল থানার মোড়ে গতকাল সকালে চুরি করা গরু জবাই করার অভিযোগে রহুল আমিন নামে এক কসাইকে আটক করেছে পুলিশ। গাভির মালিক উপজেলার রাংচাপড়া গ্রামের জসিম উদ্দিন গাভিটি শনাক্ত করেন।

গাভির মালিক জসিম উদ্দিন জানান, ফজরের আজানের সময় বাড়ির পাশে একটি পিক-আপ দাঁড়ানো দেখে সন্দেহ হয়। পরে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার গাভিটি নেই। সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেল নিয়ে পিকআপটিকে অনুসরণ করি। পরে ভালুকা মডেল থানার মোড় এসে দেখি কসাই রুহুল আমীন (৩২) আমার গাভিটি জবাই করে ফেলেছে।

জসিম আরও বলেন, মুখ ও রশি দেখে গাভিটি শনাক্ত করি। পরে ভালুকা মডেল থানায় খবর দিলে পুলিশ জবাই করা গাভিসহ কসাইকে আটক করেন। আটক কসাই রুহুল আমিন উপজেলার ধামশুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

আটক রহুল আমিন বলেন, আমি এক গরু ব্যবসায়ী কাছ থেকে ৪৮ হাজার টাকা দিয়ে গরুটি ক্রয় করেছি।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, কসাইকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ