ভালুকা মডেল থানার মোড়ে গতকাল সকালে চুরি করা গরু জবাই করার অভিযোগে রহুল আমিন নামে এক কসাইকে আটক করেছে পুলিশ। গাভির মালিক উপজেলার রাংচাপড়া গ্রামের জসিম উদ্দিন গাভিটি শনাক্ত করেন।
গাভির মালিক জসিম উদ্দিন জানান, ফজরের আজানের সময় বাড়ির পাশে একটি পিক-আপ দাঁড়ানো দেখে সন্দেহ হয়। পরে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার গাভিটি নেই। সঙ্গে সঙ্গে একটি মোটরসাইকেল নিয়ে পিকআপটিকে অনুসরণ করি। পরে ভালুকা মডেল থানার মোড় এসে দেখি কসাই রুহুল আমীন (৩২) আমার গাভিটি জবাই করে ফেলেছে।
জসিম আরও বলেন, মুখ ও রশি দেখে গাভিটি শনাক্ত করি। পরে ভালুকা মডেল থানায় খবর দিলে পুলিশ জবাই করা গাভিসহ কসাইকে আটক করেন। আটক কসাই রুহুল আমিন উপজেলার ধামশুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
আটক রহুল আমিন বলেন, আমি এক গরু ব্যবসায়ী কাছ থেকে ৪৮ হাজার টাকা দিয়ে গরুটি ক্রয় করেছি।
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, কসাইকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।