আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা সদর ইউনিয়নের সাত, আট ও নয় নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বর পদপ্রার্থী নাছিমা ইয়াসমিন ময়না গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
সংরক্ষিত এই তিন ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য তিনি। অত্যন্ত সুনামের সঙ্গে বিগত পাঁচ বছর ধরে এলাকায় গরিব,অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন তিনি।
গতকাল শুক্রবার বিকেলে গণসংযোগের সময় নাছিমা ইয়াসমিন ময়না বলেন, ‘আমি চেষ্টা করেছি বিগত পাঁচটি বছর গরিব, অসহায় মানুষের পাশে থেকে তাঁদের সুখে,দুঃখে অংশীদার হয়ে কাজ করে যাওয়ার।
আমার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আরও একটি বার আমি তালা সদরের ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সকল ভোটারদের কাছে দোয়া ও ভোট কামনা করছি।’
আগামী ২০ সেপ্টেম্বর তাঁকে বক প্রতীকে ভোট দিয়ে আবার বিজয়ী করতে ভোটারদের আহ্বান জানান তিনি।