সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর মারকাজ উমর (রা.) মাদ্রাসায় দ্রুততম সময়ে হিফজ সম্পন্ন করায় পাঁচজন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাদ্রাসার ইন্টারন্যাশনাল হিফজ বিভাগের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা নুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কামাল হাজারী জামে মসজিদের খতিব মাওলানা কাজী গোলাম কিবরিয়া। উপস্থিত ছিলেন শিক্ষা পরিচালক মাওলানা মিজানুর রহমান হাসিব, প্রতিষ্ঠানের সিনিয়র উপদেষ্টা মাওলানা মীর আহমেদ মিরু, সাবেক ভাইস প্রিন্সিপাল মাওলানা গোলাম সারোয়ার।