কেরানীগঞ্জে অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারের সময় ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মো. হাবিবুর রহমান লিটন (৪৩) ও মো. জাহাঙ্গীর আলম (৩৩)।
র্যাব-১০, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টায় র্যাবের একটি অভিযানকারী দল দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালায়। এ সময় অভিনব কায়দায় অ্যাম্বুলেন্সে করে গাঁজা পাচারকালে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
র্যাবের এ কর্মকর্তা বলেন, আটক দুজনের কাছ থেকে থেকে একটি অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।