গাজীপুরের শ্রীপুরে দুর্বৃত্তের গুলিতে এমএইচসি অ্যাপারেলস লিমিটেড কারখানার ব্যবস্থাপক নিয়াজ মোহাম্মদ রিয়াজ গুরুতর আহত হয়েছেন। গত শনিবার রাত ১১টার দিকে শ্রীপুর পৌরসভার শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিয়াজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদই ইউনিয়নের শিকারপুর গ্রামের বাসিন্দা।
শ্রীপুর থানার এসআই কামরুল ইসলাম জানান, কর্মস্থল থেকে মাওনার প্রশিকা মোড় এলাকায় তাঁর ভাড়া বাসায় ফিরছিলেন রিয়াজ। এ সময় শ্রীপুর-মাওনা সড়কের কেওয়া (বকুলতলা) এলাকায় আসলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার থেকে রাত ৩টার দিকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।