নীলফামারীতে আমন ধানে খোল পচা বা গোড়া পচা রোগ দেখা দিয়েছে। শিষ আসার শুরুতেই ধানের গোছায় এ রোগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে গাছ। এতে ধানগাছে শিষ আসা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।
সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নের কৃষক আমিনুর রহমান জানান, তাঁর প্রায় দেড় বিঘা জমির আমনের খেতে ধানগাছে গোড়া পচে তা শুকিয়ে গেছে।
প্রথমে দু-একটি ধানগাছের গোড়ায় পচন দেখা দেয়। পরে একের পর এক জমির অন্য ধানের গোড়ায় ভাইরাসের মতো এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে।
কিশোরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তুষার কান্তি জানান, এ বছর বৃষ্টি কম হওয়ার কারণে ও সময়মতো আগাছা পরিষ্কার না করায় মূলত আমন খেতে এ রোগ দেখা দেয়। তা ছাড়া, জলবায়ু পরিবর্তনের কারণে দিনে গরম আর রাতে ঠান্ডা পড়ায় এই রোগের প্রাদুর্ভাব।
কৃষি কর্মকর্তা শাহিনা বেগম জানান, আমন খেতে রোগের বিষয়টি তিনি জানেন না। পচা রোগে খেতে এমন লক্ষণ দেখা দেয়।