রংপুরের পাঁচ জেলায় ৯৭ হাজার ১২৫ হেক্টর জমিতে চলতি রবি মৌসুমে বিভিন্ন উন্নত জাতের আলু চাষ হয়েছে। জেলাগুলো হচ্ছে, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী। তবে ঘন কুয়াশা পড়ায় লেডব্লাইড রোগের আশঙ্কায় আলুর ফলন নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকেরা।
সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে রংপুর অঞ্চলের পাঁচ জেলায় এবার ৯৭ হাজার ১২৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের গোল আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে গত ২৯ ডিসেম্বর পর্যন্ত ওই পাঁচ জেলার প্রায় ৯৮ শতাংশ জমির ৯৫ হাজার ২৯০ হেক্টর জমিতে আলু চাষ হয়।
আলু চাষি শহীদুল ইসলাম, আব্দুল মোতালেব ও আব্দুল গণি বলেন, ‘রংপুর অঞ্চলের ঘন কুয়াশার পড়েছে। এই কুয়াশা আলুর জন্য ক্ষতিকর। এতে লেডব্লাইড রোগের আশঙ্কায় তাঁরা আলুর ফলন নিয়ে চিন্তিত রয়েছেন।’
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান জানান, জেলায় এবারে রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হচ্ছে। বর্তমান যে আবহাওয়া বিরাজ করছে তাতে আলুর ক্ষতি হওয়ার শঙ্কা কম।